বগুড়ার নব্বই দশকের আলোচিত সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন ‘প্রিয় পাঠক’- এর প্রাক্তন সদস্য আড্ডা দিয়েছেন। মঙ্গলবার ধানমণ্ডির বেঙ্গল বই ও কফি ওয়ার্ল্ডে প্রায় তিন ঘণ্টার এ আড্ডা অনুষ্ঠিত হয়।
আড্ডায় উপস্থিত ছিলেন, প্রিয় পাঠকের শুভাকাঙ্খী কবি ফিরোজ আহমদ বাবু। ঈদ পরবর্তী পুনর্মিলনীতে উপস্থিত হতে না পারায় তাকে ক্রেস্ট দিয়ে ও উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। এছাড়া বগুড়ার প্রোগ্রামে উপস্হিত হতে পারেননি প্রিয় পাঠকের কবি মোমিন স্বপন, আহমেদ তোফায়েল ও বিপুল অধিকারী। আড্ডায় তাদের হাতেও ক্রেস্ট তুলে দেয়া হয়।
এছাড়া আড্ডায় যোগ দিয়েছিলেন নব্বই দশকের কবি নাজনিন সুরাইয়া পরাগ, সুমন পারভেজ ও মাহবুব সেতু।
আড্ডায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মানিক মাহমুদ, কবি তৌফিক জহুর, আহমেদ জুয়েল, অদ্বৈত মারুত, শামীম আলম সরকার প্রমুখ।
আড্ডায় শিল্প সাহিত্য নিয়ে আলোচনার পাশাপাশি দীর্ঘ প্রায় ২৪ বছর পর সংগঠনকে আবার সচল করার বিষয়েও আলোচনা হয়।