বেনাপোলে ২৫ হাজার আমেরিকান ডলারসহ রাকেশ মন্ডল নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
বেনাপোলে ২৫ হাজার আমেরিকান ডলারসহ রাকেশ মন্ডল নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
বেনাপোলে ২৫ হাজার আমেরিকান ডলারসহ রাকেশ মন্ডল নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে বেনাপোল আমড়াখালী চেকপোষ্টে ঢাকাগামী শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্টো-ব-১৫-২১৬৪) একটি এসি বাসে ওই যুবককে তল্লাশী করে এ বিপুল পরিমাণের ইউএস ডলার উদ্ধার করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
আটক রাকেশ মন্ডল ভারতের দত্তপুকুর ভাসনগাতী সোড়াখালী এলাকার মৃত গোলাম মন্ডলের ছেলে।
এসময়ে বিজিবি তার কাছ থেকে ৩৭৭০ টাকা, ইমিটেশন ১.৫ কেজি, মোবাইল ১ টি, থ্রী পিস ৪ টি , শাড়ি ১ টি এবং শার্ট ৩টি ও জব্দ করে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে বেনাপোল সীমান্তের আমড়াখালী চেকপোষ্ট অভিযান চালিয়ে রাকেশকে আটক করা হয়। পরে তার জুতার তলায় বিষেশভাবে আটকানো ২৫ হাজার ইউএস ডলার জব্দ করা হয়।
তার নামে অর্থ পাচারের মামলা দিয়ে বেনাপোল বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।