News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০১, ১১ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ২১:১৩, ১১ ফেব্রুয়ারি ২০২০

বঙ্গবন্ধুর নামে হবে বিপিএল, থাকছে না কোনো ফ্র্যাঞ্চাইজি

বঙ্গবন্ধুর নামে হবে বিপিএল, থাকছে না কোনো ফ্র্যাঞ্চাইজি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ২০১৯ সালের আসরটিতে কোনো ফ্র্যাঞ্চাইজি থাকছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবির) নিজস্ব অর্থায়নে আসরটির নাম দেয়া হবে ‘বঙ্গবন্ধু বিপিএল’। বুধবার দুপুরে মিরপুরে এমনটিই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নামজুল হাসান পাপন।

চলতি বছরের ডিসেম্বরে বিপিএল মাঠে গড়ানোর কথা রয়েছে। তবে একই বছর দুটি আসরসহ ফ্র্যাঞ্চাইজি মালিকরা আরও বেশ কয়েকটি ব্যাপারে আপত্তি জানিয়েছে। ফলে বিসিবি এবারের আসরটি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে আয়োজন করবে বলে জানায়। অবশ্য স্পন্সররা কোনো দলের প্রতি আগ্রহ দেখালে সেটিতে বাধা দেবে না বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা।

এ বিষয়ে পাপন বলেন, দলগুলো যে প্রস্তাব দিয়েছে তা কোনভাবেই মেনে নেয়া হবে না। তাই বিপিএলের এবারের আসরের খরচ আমরাই (বিসিবি) বহন করবো। আর সাতটি দল নিয়েই অনুষ্ঠিত হবে এবারের বঙ্গবন্ধু বিপিএল। ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে আগামী বছর নতুন করে চুক্তি হবে।’

আগামী ৩ ডিসেম্বর বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। আর ৬ ডিসেম্বর প্রথম ম্যাচ মাঠে গড়ানোর কথা রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়