বৃষ্টিতে পঞ্চম দিনের খেলা অনিশ্চিত

রাত থেকেই বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। বৃষ্টির কারণে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার এক মাত্র টেস্টের পঞ্চম দিনের খেলা ভেস্তে যেতে পারে। বৃষ্টিতে খেলা পরিত্যাক্ত হলে বাংলাদেশ লজ্জার হাত থেকে রক্ষা পাবে! এই প্রবিতেদন লেখা পর্যন্ত বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। তবে সকাল সাড়ে আটটার সময় দুই দলকে বহনকারী বাস স্টেডিয়ামে প্রবেশ করেছে।
কিন্তু শংকায় রয়েছে চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনে মাঠে গড়ানোর। বৃষ্টির কারণে মাঠে বল গড়ানোর সম্ভাবনা ক্ষীণই বলা চলে। আর এতে করে ম্যাচটি ড্রয়ের পথে হাঁটছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল চট্টগ্রাম টেস্টকে পোড়াবে বৃষ্টি। চতুর্থদিন তার কিছুটা দেখাও মিলেছিল।
চতুর্থ দিন সকালে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ২ ঘণ্টা ১০ মিনিট পর ম্যাচ মাঠে গড়িয়েছিল। সোমবার পঞ্চম দিন ভোর থেকেই বৃষ্টির ধারা চলছে। আবহাওয়া অধিদফতর অবশ্য বলছে সকাল সাড়ে ১০টার পর থেকে বৃষ্টি কমে যাওয়ার সম্ভবনা আছে।
এর আগে চট্টগ্রাম টেস্টে টস জিতে আগে ব্যাট করতে নেমে রহমত শাহর শতকে ৩৪২ রান তোলে আফগানরা। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রশিদ খানের পাঁচ উইকেটে মাত্র ২০৫ রানে অলআউট হয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে আফগানরা তোলে ২৬০ রান। তাতে স্বাগতিক বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ৩৯৮ রান।
কিন্তু দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে একই পথে হাটছে সাকিববাহিনী। চতুর্থ দিনের খেলা শেষে ৪৪.২ ওভঅরে ১৩৬ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে স্বাগতিকরা। জিততে বাকি চার উইকেট প্রয়োজন ২৬২ রান। যা বাংলাদেশের জন্য খুবই কঠিন। ফলে এই টেস্টে হার থেকে বৃষ্টিই বাঁচাতে পারবে স্বাগতিকদের।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এসপি
নিউজবাংলাদেশ.কম/ এসপি