দেশে খেলাপি ঋণ (নন-পারফর্মিং লোন) এখনই কমার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
দেশে খেলাপি ঋণ (নন-পারফর্মিং লোন) এখনই কমার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
দেশে খেলাপি ঋণ (নন-পারফর্মিং লোন) এখনই কমার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রোববার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে আলোচনা শেষে অর্থমন্ত্রী এ কথা বলেন।
আ হ ম মুস্তফা কামাল বলেন, খেলাপি ঋণ আমাদের এখানে কমার কোনো সুযোগ নেই। কারণ এ লোন কমানোর জন্য যে এক্সিট প্ল্যান দিয়েছিলাম, সেটা এখনও কার্যকর করতে পারি নাই।
এক সংবাদকর্মীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, খেলাপি ঋণ এক টাকাও বাড়বে না। খেলাপি ঋণ বাড়ছে, এটা আমি মানব না। যেদিন আমি বলেছিলাম খেলাপি ঋণ বাড়বে না, সেদিনই আমি বলেছিলাম একটা এক্সিট প্ল্যান রাখব। সেই এক্সিট প্ল্যান কার্যকর হলে বলবেন যে, বাড়ছে কি বাড়েনি।
এক্সিট প্ল্যান বাস্তবায়ন না হওয়ায় খেলাপি ঋণ না কমার কারণ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই। ব্যবসায়ীরা তো এখন টাকাই দিচ্ছে না। এমন কি যারা দিত, তারাও এখন দিচ্ছে না। তারা এ সুযোগ নেবে, তারা তো ব্যবসায়ী।