News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৪, ২৩ আগস্ট ২০১৯
আপডেট: ১৬:১৭, ১১ ফেব্রুয়ারি ২০২০

অফিসে ঘুমালে বাড়ে কাজের মান

অফিসে ঘুমালে বাড়ে কাজের মান

অনেক বস হয়তো অফিসে তন্দ্রা (ছোট ঘুম) যাওয়াকে হয়তো কাজ ফাঁকি দেয়াই মনে করবেন। কিন্তু নতুন সমীক্ষায় দেখা গেছে অফিসে ঘুমানোর সুযোগ করে দিলে কাজের মান।

টানা কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে শরীর তাই তন্দ্রা বাড়িয়ে দেয় কাজের মান। এমনটাই মনে করছেন বেশিরভাগ ভারতীয়রা। এমনকি ঘুমের জন্য একটা ঘর রাখাও জরুরি বলে মনে করছেন অনেকেই।

wakefit.co নামে একটি অললাইন স্লিপ সলিউশনস স্টার্ট আপ এই সমীক্ষা চালায়। ১৫০০ জনের মধ্যে চালানো এই সমীক্ষায় ৭০ শতাংশ জানিয়েছেন যে তাঁদের অফিসের কোনও ন্যাপ রুম নেই। ৮৬ শতাংশ মনে করছেন যে অফিসে কিছুটা সময় ঘুমোতে পারলে কাজের মান ভালো হয়।

কাজের চাপে ঘুমের সমস্যায় ভুগছেন ৪১ শতাংশ। সেই কারণেই কাজের ফাঁকে পাওয়ার ন্যাপ নেওয়া জরুরি বলে জানাচ্ছেন তারা।

নিউজবাংলাদেশ.কম/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়