News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৫, ১৯ আগস্ট ২০১৯
আপডেট: ১২:০১, ১৯ জানুয়ারি ২০২০

২০৫০-মধ্যে তলিয়ে যেতে পারে জাকার্তা

২০৫০-মধ্যে তলিয়ে যেতে পারে জাকার্তা

বিশ্ব উষ্ণায়নের ফলে দ্রুত গলে যাচ্ছে দুই মেরুর বরফ। প্রতিনিয়ত বাড়ছে সমুদ্রের পানিস্তর। বিশেষজ্ঞদের মতে, এর ফলে অদূর ভবিষ্যতে পানিতে তলিয়ে চলে যেতে পারে সমুদ্রের গা ঘেঁষা বহু দেশ। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাও তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।

তারা মনে করছেন, ২০৫০-এর মধ্যে জাকার্তা পানিতে তলিয়ে যেতে পারে। ৩০ বছরের মধ্যেই ডুবে যেতে পারে জাকার্তার এক-তৃতীয়াংশ।

উপকূলবর্তী সেই অংশেই বাস করেন প্রায় ১ কোটি মানুষ।

এই ডুবে যাওয়ার আশঙ্কায় দেশটির শহরের পরিকাঠামোগত পরিবর্তন আনা হয়েছে। শহরের রাস্তাঘাট উঁচু করার চেষ্টা করা হচ্ছে। জাকার্তায় উপকূল বরাবর তৈরি করা হয়েছে বিশাল বাঁধও।

তবে এতসবে শেষ অবধি কাজ হবে কি না? এমন এমতাবস্থায় দেশটির রাজধানী স্থানান্তর করাই একমাত্র উপায় বলে মনে করছেন বিজ্ঞানীরা। তাদের কথা মেনে সম্প্রতি রাজধানী দ্রুত স্থানান্তরের সিদ্ধান্ত নেয় ইন্দোনেশিয়ার সরকারও। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোডো টুইটারে ঘোষণা করেন,‘আমাদের দেশের রাজধানী বোর্নিও দ্বীপে স্থানান্তর করা হবে।’

সূত্র : জি নিউজ

নিউজবাংলাদেশ.কম/ এসপি

সর্বশেষ

পাঠকপ্রিয়