শিশু ধর্ষণের অভিযোগে চা দোকানদার আটক

শিশুর ছবি (বাঁয়ে) প্রতীকী। ডানে অভিযুক্ত সোহেল
চট্টগ্রাম নগরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মো. সোহেল (১৮) নামে এক চা-দোকানিকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে নগরীর পাঁচলাইশ থানার শুলকবহর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার শংকরপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া, বৃহস্পতিবার দুপুরে দোকানে আসা পাঁচ বছরের এক শিশুকে নিজের বাসায় নিয়ে যায় সোহেল। সেখানে শিশুটিকে ধর্ষণ করে সে। শনিবার বিষয়টি জানাজানি হলে সন্ধ্যার পর শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। পুলিশ রাতেই দোকান থেকে সোহেলকে আটক করে। এই ঘটনায় সোহেলের বিরুদ্ধে মামলা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/ এসপি