বাংলাদেশের ক্রিকেটের উন্নতি বেশ ভালো করেই অনুসরণ করছিলেন রাসেল ডমিঙ্গো। সেই দলটির প্রধান কোচ হতে পেরে ভীষণ উচ্ছ্বসিত এই দক্ষিণ আফ্রিকান। টাইগারদের কোচ হওয়ার পর তিনি জানান, নতুন তারকা বের করে তাদের উন্নতির পথ দেখানো হবে তার মূল চ্যালেঞ্জ।
বাংলাদেশের ক্রিকেটের উন্নতি বেশ ভালো করেই অনুসরণ করছিলেন রাসেল ডমিঙ্গো। সেই দলটির প্রধান কোচ হতে পেরে ভীষণ উচ্ছ্বসিত এই দক্ষিণ আফ্রিকান। টাইগারদের কোচ হওয়ার পর তিনি জানান, নতুন তারকা বের করে তাদের উন্নতির পথ দেখানো হবে তার মূল চ্যালেঞ্জ।
বাংলাদেশের ক্রিকেটের উন্নতি বেশ ভালো করেই অনুসরণ করছিলেন রাসেল ডমিঙ্গো। সেই দলটির প্রধান কোচ হতে পেরে ভীষণ উচ্ছ্বসিত এই দক্ষিণ আফ্রিকান। টাইগারদের কোচ হওয়ার পর তিনি জানান, নতুন তারকা বের করে তাদের উন্নতির পথ দেখানো হবে তার মূল চ্যালেঞ্জ।
শনিবার (১৭ আগস্ট) সংবাদ সম্মেলনে আগামী দুই বছরের জন্য সাবেক প্রোটিয়া কোচ ডমিঙ্গোকে দায়িত্ব দিয়েছে বিসিবি। টাইগারদের নতুন দায়িত্ব নিতে আগামী ২১ অগাস্ট বাংলাদেশে আসবেন তিনি।
বিশ্বকাপের পর বিদায় নেওয়া স্টিভ রোডসের স্থলাভিষিক্ত হওয়া এই কোচ বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এই পদ পেয়ে নিয়ে নিজের প্রতিক্রিয়ায় বলেন,“বাংলাদেশ দলের কোচ হতে পারা বিশাল সম্মানের ব্যাপার। আমি ভীষণ আগ্রহ নিয়ে বাংলাদেশের ক্রিকেটের এগিয়ে যাওয়া অনুসরণ করছি। যে লক্ষ্য যাওয়ার সামর্থ্য আছে বাংলাদেশের আমি সেখানে নিয়ে যেতে তাদের সহায়তা করতে চাই।’
বাংলাদেশের এই নতুন কোচ চার বছরের কর্মপরিকল্পনা দিয়েছেন বিসিবিকে। যাতে ছিল আগামীর তারকা বের করাও। দায়িত্ব পেয়ে তিনিও জানালেন বাংলাদেশের ক্রিকেটের আগামীর পথ সুন্দর করতে কাজ করতে মরিয়া। তিনি বলেন,“দলের বর্তমান ক্রিকেটারদের উন্নতির ধারাবাহিকতা নিয়ে কাজ করতে চাই। একই সঙ্গে আগামীর কিছু উজ্জ্বল তারকাদের উন্নতির দিকে নিয়ে যেতে চাই।’
এর আগে গত ৭ অগাস্ট ঢাকায় এসে নিজের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন ডমিঙ্গো। কোচ প্রার্থী হিসেবে তিনি ছাড়াও আরও হাইপ্রোফাইল কোচের নাম আলোচনায় ছিল।