News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪৩, ১৭ আগস্ট ২০১৯
আপডেট: ০৭:০৫, ২ ফেব্রুয়ারি ২০২০

ভেসে যাওয়া ২ ভাইয়ের একজনের লাশ উদ্ধার

ভেসে যাওয়া ২ ভাইয়ের একজনের লাশ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দিতে বেড়াতে এসে যমুনার তীব্র স্রোতে ভেসে যাওয়া দুই সহোদরের মধ্যে ওমর আলী নামে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

শনিবার সকাল ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন বলেন, একজনের লাশ উদ্ধার করা হয়েছে, আরেকজনের সন্ধানে অভিযান চলছে।

সারিয়াকান্দি থানার এসআই সুব্রত কুমার ঘোষ জানান, উদ্ধার হওয়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে শুক্রবার দুপুরে যমুনা নদীতে নেমে নিখোঁজ হয় বগুড়া শহরতলী আটাপাড়ার পল্লী চিকিৎসক আতিকুর রহমানের ছেলে ওমর আলী (১৫) ও জাহিদ হাসান(১২)। তারা বগুড়ার শাহিন স্কুলের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বগুড়া শাহিন স্কুলের ১০-১২ জন শিক্ষার্থী সারিয়াকান্দিতে যমুনার তীরে বেড়াতে আসে। কালিতলা ঘাট থেকে দুপুর ১টার দিকে তারা নৌকা নিয়ে পাকুরিয়া চরে যায়। বন্যার পানি শুকিয়ে যাওয়ায় জেগে উঠা চরে তারা ফুটবল খেলার সময় হঠাৎ করে পাশেই নদীতে বল ভেসে যায়। ওই বল ধরতে গিয়ে প্রবল স্রোতের তোড়ে দুই সহোদর ভেসে যায়।

নিউজবাংলাদেশ.কম/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়