টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো

টাইগারদের প্রধান কোচ হিসেবে দুই বছরের জন্য নিয়োগ পেলেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। শনিবার দুপুরে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বাংলাদেশের প্রধান কোচ হিসেবে তার নাম ঘোষণা করেন।
বিসিবি সভাপতি জানান, রাসেল ডমিঙ্গো ২১ আগস্ট যোগ দেবেন। রাসেল ডমিঙ্গো স্থায়ীভাবে থাকতে চান, কোনো ছুটি চান না।
এছাড়া মাশরাফি বিন মোর্তুজা শিগগিরই অবসরে যাচ্ছেন না বলে জানান পাপন।
বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার জন্য সাক্ষাৎকার দিতে ৭ আগস্ট বুধবার ঢাকায় আসেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। এরপর সেদিনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে নিজের কোচিং পরিকল্পনার কথা ব্যাখ্যা করেন তিনি। তাঁর সঙ্গে আলোচনায় সন্তুষ্টির কথা জানিয়েছিল বিসিবি।
রাসেল ডমিঙ্গো দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৩ সালের আগস্ট পর্যন্ত প্রোটিয়াদের কোচ ছিলেন তিনি।
এদিকে বিশ্বকাপের পর স্টিভ রোডসের সঙ্গে সম্পর্ক শেষ করে বিসিবি। বিদায় করা হয় বোলিং কোচ কোর্টনি ওয়ালশ এবং স্পিন কোচ সুনীল যোশিকেও। তবে কয়েকদিন আগে নতুন বোলিং এবং স্পিন কোচ নিয়োগ দেওয়া হয়।
বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে নিউজিল্যান্ডের সাবেক তারকা ড্যানিয়েল ভেট্টোরিকে নিয়োগ দিয়েছে বিসিবি। আর পেস বোলিং কোচ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সাবেক প্রোটিয়া পেসার চার্ল ল্যাঙ্গেভেল্টের সঙ্গে চুক্তি সেরেছে বিসিবি।
আগামী নভেম্বরে ভারত সফর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের হয়ে কাজ করবেন ভেট্টোরি। দ্রুত যোগ দেবেন ল্যাঙ্গেভেল্টও।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফএ