News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৮, ১৫ আগস্ট ২০১৯
আপডেট: ২০:৩১, ১৭ জানুয়ারি ২০২০

ভোলায় মাহিন্দ্রাচাপায় শিশু নিহত

ভোলায় মাহিন্দ্রাচাপায় শিশু নিহত

ভোলায় মাহিন্দ্রা গাড়ির নিচে পিষ্ট হয়ে পারভেজ নামে আট বছরের শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় সদর উপজেলার ইলিশা জংশন ব্যারিস্টার কাচারি এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি উপজেলার ইলিশা ইউনিয়নের দিন মুজুর কৃষক সোনাডগী গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে।

ঘটনাস্থলে থাকা এক ব্যাক্তি জানান, ভোলা ফেরিঘাট থেকে ভোলা সদরে যাওয়ার পথে মাহিন্দ্রা ড্রাইভার এক হাতে গাড়ি চালাচ্ছে আর অন্য হাতে ফোনে কথা বলেছে। এমন সময় শিশুটি রাস্তা পার হওয়ার সময় শিশুটি চাকায় পিষ্ট হয়ে। পরবর্তিতে শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে মাহেন্দ্রর চালককে ও মাহেন্দ্রটি আটক করেছে পুলিশ।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই রতন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাহেন্দ্রটি স্পিডে থাকায় বাসটিকে সাইড দিতে গিয়ে শিশুটিকে চাপা দেয়। এতে তার মৃত্যু হয়। এ ঘটনায় আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলছে। এবং ঘটনাস্থল থেকে মাহেন্দ্রর চালক ও মাহেন্দ্রটি আটক করেছি।


 

 

নিউজবাংলাদেশ.কম/ এসপি

সর্বশেষ

পাঠকপ্রিয়