News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৮, ১৫ আগস্ট ২০১৯
আপডেট: ১২:৩৪, ১৯ জানুয়ারি ২০২০

বলিউডে যোগ হচ্ছে আমির খানের ভাইঝি?

বলিউডে যোগ হচ্ছে আমির খানের ভাইঝি?

সুপারস্টার আমির খানের মেয়ে ইরার সম্ভবত চলচ্চিত্রে যোগ দেওয়ার তেমন ইচ্ছে নেই। তবে মনে হচ্ছে, শিগগিরই বলিউডে পা রাখতে চলেছেন তার ভাইঝি।

পত্রপত্রিকার খবর, আমির খানের ভাই মনসুর খানের মেয়ে জায়ান মেরি খান অভিষেক-ছবিতে কাজ শুরু করেছেন।

মিড ডের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে জানিয়েছে, ভাইঝি জায়ানের অভিষেক হবে আমির খানের ছবিতে। ছবিটি পরিচালনা করবেন জায়ানের চাচাতো ভাই, অভিনেতা ইমরান খান। সম্প্রতি জায়ান নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন, মনে হচ্ছে, সেটি কোনো চিত্রনাট্য।

ইনস্টাগ্রামে জায়ান একটি খবরের স্ক্রিনশটও শেয়ার করেছেন, যেখানে তার অভিষেক নিয়ে লেখা হয়েছে। ক্যাপশন দিয়েছেন, ‘ওয়াও।’

ইমরান খান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মিশন মারস : কিপ ওয়াকিং ইন্ডিয়া’ দিয়ে এরই মধ্যে পরিচালক হিসেবে আবির্ভূত হয়েছেন। তাঁকে সর্বশেষ ২০১৫ সালে ‘কাট্টি বাট্টি’ সিনেমায় দেখা যায়।

জায়ান মেরি খানেরও অবশ্য সিনেমার অভিজ্ঞতা আছে। ২০১৬ সালে ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবির সহকারী পরিচালক ছিলেন জায়ান। ফিটনেস সচেতন তিনি। সামাজিক মাধ্যমে প্রায়ই জিম ও যোগব্যায়ামের ভিডিও শেয়ার দেন তিনি।

অন্যদিকে, ইদানীং মজাদার ফটোশুট দিয়ে সামাজিক মাধ্যম মাতিয়ে রেখেছেন আমিরকন্যা ইরা খান। ভক্তরা চান ইরা বলিউডে অভিষেক করুন।

নিউজবাংলাদেশ.কম/ এসপি

সর্বশেষ

পাঠকপ্রিয়