News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৫০, ১৩ আগস্ট ২০১৯
আপডেট: ২২:১২, ১৪ ফেব্রুয়ারি ২০২০

দাদার বাড়িতে এসে ডুবে মরল ২ শিশু

দাদার বাড়িতে এসে ডুবে মরল ২ শিশু

শহর ছেড়ে ঈদের ছুটিতে ব্রাহ্মণবাড়িয়ায় দাদার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে মরল দুই শিশু।

মঙ্গলবার বিকালে বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের ডোমড়াকান্দি গ্রামে মেঘনা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সামিয়া (৮) ওই গ্রামের খলিল মিয়ার মেয়ে ও ইলমা (৮) করিম মিয়ার মেয়ে। তারা দুজনই ঢাকায় এক স্কুলে তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

পাহাড়িয়াকান্দি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল আজিজ বলেন, “সামিয়া ও ইলমা ঈদ করতে ডোমড়াকান্দি গ্রামের তাদের দাদা বাড়িতে এসেছে। মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে তারা বাড়ির পাশে মেঘনা নদীতে পড়ে যায়। পরে খোঁজাখুঁজি শুরু হয়।”

“ঘণ্টা দেড়েক পর নদীতে গোসল করতে নামা এক ব্যক্তির পায়ে লাগে একজনের মরদেহ। এরপর নদী থেকে ওই দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।”

পাহাড়িয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজীউর রহমান বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, মরদেহ বিকালে দাফন করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসপি

সর্বশেষ

পাঠকপ্রিয়