News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৮, ১৩ আগস্ট ২০১৯
আপডেট: ১৮:৪২, ১০ ফেব্রুয়ারি ২০২০

অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তিতে কাজ করছে আইসিসি

অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তিতে কাজ করছে আইসিসি

অলিম্পিকের ২০২৮ আসরে ক্রিকেট অন্তর্ভুক্তির জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এমসিসির বিশ্ব ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাইক গ্যাটিং জানিয়েছেন এমনটাই। বিশ্ব ক্রীড়াযজ্ঞের মহা-মিলনমেলার ওই আসরটি বসবে লস অ্যাঞ্জেলসে।

“আমরা আইসিসি নির্বাহী মানু শাহনের সঙ্গে কথা বলেছি, ২০২৮ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির ব্যাপারে তিনি খুবই আশাবাদী।” আইসিসির নতুন প্রধান নির্বাহী মানু শাহনের সঙ্গে অলিম্পিক আলোচনার অগ্রগতি এভাবেই জানিয়েছেন গ্যাটিং, “তারা কাজ করছেন। এটা অসাধারণ একটি ব্যাপার হবে। ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতেও সাহায্য করবে।”

“এটা দুই সপ্তাহের ব্যাপার হবে, এক মাসের নয়। চার বছরে একবার দুই সপ্তাহ, ক্রিকেটের ব্যস্ত সূচিতে কোনো প্রভাবই ফেলবে না। একবার যদি জানতে পারেন যে আপনি অলিম্পিকে অংশ নিচ্ছেন, দুটি সপ্তাহে খেলাটার জন্য দারুণকিছু করার সুযোগ থাকবে। এটা স্বাভাবিক সূচিকে ধাক্কা দেবে না।”

“পরবর্তী ১৮ মাস খুব গুরুত্বপূর্ণ, দেখার বিষয় হবে আমরা কীভাবে বিষয়টি নিয়ে এগোচ্ছি। ইতিমধ্যেই একটা সমস্যা কেটে গেছে, বিসিসিআই নাডার (ন্যাশনাল এন্টি-ডোপিং এজেন্সি) সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। যেটা আগে ছিল না। এটা খেলটাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। এখন আমাদের যেটা করা দরকার, অলিম্পিক কমিটির কাছে আবেদন করা, ছেলে এবং মেয়েদের ক্রিকেট অন্তর্ভুক্তির জন্য, এবং যাতে সকল দেশ অংশ নিতে পারে।” বলেছেন গ্যাটিং।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়