সানাই মাহবুব একজন আলোচিত মডেল ও অভিনেত্রী। কাজ করেছেন কয়েকটি মিউজিক ভিডিওতে। চুক্তিবদ্ধ হয়েছেন বেশ কিছু সিনেমায়। পাশাপাশি একজন সমাজকর্মী হিসেবেও কাজ করে যাচ্ছেন সবার অজান্তেই।
বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে আলোচনার জন্ম দেয়া সানাই সম্প্রতি আলোচিত হয়েছেন কোরবানি ইদে প্রাপ্ত পোশাকের সংখ্যা নিয়ে। এ নিয়ে সংবাদ পোশাকের পরে নেটিজেনরা ইতিবাচক ও নেতিবাচক মন্তব্যে আলোচনায় রেখেছেন বিষয়টা।
তবে এরই ভেতরে সানাই দিলেন এক নতুন তথ্য। সে নাকি সম্রাজ্ঞী হওয়ার কপাল নিয়ে জন্মেছেন। আর তাকে এই তথ্য দিয়েছেন একজন জোতিষী। বাবা মায়ের আদুরে মেয়ে সানাই খুব ছোট বেলা থেকে নিজেকে রাজরানী ভাবতে ভালোবাসতো। এবং লালন করতো একদিন রাজরানী হবে সে।
কিন্তু তাকে হঠাৎ হতাশ করে দিলেন জোতিষী। হাত দেখে বললেন, “তোমার কপালে রাজরানী হওয়ার কথা লেখা নেই”। খুব মন খারাপ হলো তার। জোতিষী এরপর বললেন তুমি জন্মেছো সম্রাজ্ঞী হওয়ার নিমিত্তে। আর তার পর থেকেই সানাই বিশ্বাস করেন, একদিন সে সম্রাজ্ঞী হবে।
এই মডেল ও অভিনেত্রী বর্তমানে ইদ কাঁটাতে রংপুরে অবস্হান করছেন। ইদ শেষে ঢাকায় ফিরে পুরোদমো শুটিংয়ে মন দেবেন বলেও জানান তিনি।