সারা দেশেই ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়েছে। চলতি বছরে এ জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা কয়েকগুণ বেশি। পূর্বের সব রেকর্ড ভেঙেছে। এর প্রভাব থেকে বাঁচার জন্য সমাজের সবস্তরের মানুষই সচেতন হয়ে উঠছে। ডেঙ্গু সচেতনতায় বার্তা দিলেন জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজের ভেরিফাইড পেজে এক ভিডিও বার্তায় মুশফিক বলেন, ‘আসসালামু আলাইকুম, আমি মুশফিকুর রহিম বলছি। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু জ্বর খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় আমাদের আতঙ্কিত না হয়ে, সচেতন হওয়াটা খুব জরুরি। ডেঙ্গু হলো এডিস মশাবাহিত একটি রোগ, এডিস মশার মাধ্যমে এ রোগ ছড়ায়। ডেঙ্গু প্রতিরোধ করতে হলে সবার আগে এডিস মশার বংশ বিস্তার রোধ করতে হবে।’
এর আগে ডেঙ্গু সচেতনতায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও সাব্বির রহমানও ডেঙ্গু সচেতনতায় কথা বলেছেন।
এবারের বর্ষায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের ভাইরাস ছড়িয়ে পড়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। এতে ডেঙ্গু মোকাবিলা কঠিন হয়ে যাচ্ছে। এরইমধ্যে বেশ কয়েকজন মারাও গেছেন। হাসপাতাল-ক্লিনিকগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা।