কোচের পরীক্ষা দিতে ঢাকায় এসেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো।
কোচের পরীক্ষা দিতে ঢাকায় এসেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো।
কোচের পরীক্ষা দিতে ঢাকায় এসেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো।
বুধবার (৭ আগস্ট) সকালে তিনি ঢাকা এসে পৌঁছান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি সুত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সুত্রটি জানায়,“আজ সকাল ১০টায় তিনি ঢাকা এসে পৌছেছেন। সাক্ষাৎকার শেষে আগামি কাল সকালে দেশে ফিরে যাবেন তিনি।”
প্রধান কোচের পদের জন্য তিনি সাক্ষাৎকার দিতে এসেছেন কিনা এ বিষয়টি নিশ্চিত হয়া যায়নি। ধারণা করা হচ্ছে তিনি প্রধান কোজের জন্যই সাক্ষাৎকার দিতে এসেছেন। তার সঙ্গে বনিবনা হলে সাবেক প্রধান কোচ স্টিভ রোডসের উত্তরসূরী হিসেবে তাকে বিবেচনা করা হবে।
২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৩’র ডিসেম্বর পর্যন্ত প্রোটিয়া টি টোয়েন্টি দলের দায়িত্ব পালন করেন রাসের ক্রেইগ ডোমিঙ্গো।