ক্রেতা-বিক্রেতার নজর কেরেছে ৩৫ মণের যুবরাজ

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার স্টেডিয়াম মাঠে বসেছে কোরবানির পশুর হাট। এরই মধ্যে হাটে গরু,ছাগলসহ কোরবানির পশু তোলা হয়েছে। তবে হাটে আসা ক্রেতা-বিক্রেতার সবার নজর যুবরাজের দিকে। বিশাল আকৃতির এই ষাঁড়ের মালিক এর দাম হাঁকছেন ৫ লাখ টাকা।
বালিয়াকান্দি উপজেলার ইলিশকোল গ্রামের খামারি কাশেদ খান যুবরাজের মালিক। তিন বছর বয়সী ষাঁড়টির বর্তমান ওজন প্রায় ৩৫ মণ।
রবিবার বালিয়াকান্দি পশুর হাটে যুবরাজের দাম উঠেছে সাড়ে ৩ লাখ টাকা।
কাসেদ খান বলেন, ‘ষাঁড়টি ফ্রিজিয়ান জাতের। কাচা ঘাস, খড়, ভূষি, খৈল, ভুট্টাসহ প্রাকৃতিক খাবার দিয়েই ষাঁড়টির লালন-পালন করেছি। এখন সে কোরবানির দেওয়ার উপযুক্ত হয়েছে। তাই তাকে হাটে তুলেছি। ৫ লাখ টাকা দাম হলেই বিক্রি করবো।’
বালিয়াকান্দি মিনি স্টেডিয়াম মাঠে বসা পশু হাটের ইজারাদার সেলিম জানান,বিশাল আকৃতির এই ষাঁড়টিকে দেখতে অনেকেই ভিড় করেছেন। আশানুরূপ মূল্য না পাওয়ায় ষাঁড়টি এখনও বিক্রি হয়নি।
নিউজবাংলাদেশ.কম/ এসপি