রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকান তারকা ফুটবলার ড্যানিয়েল কলিন্দ্রেসকে এনে চমক দেখায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবাগত ক্লাব বসুন্ধরা কিংস। এ কোস্টারিকান তারকার অসাধান পারফরম্যান্সে অভিষেকে দলটি প্রিমিয়ার লিগসহ দুটি ট্রফি জিতেছে।
রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকান তারকা ফুটবলার ড্যানিয়েল কলিন্দ্রেসকে এনে চমক দেখায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবাগত ক্লাব বসুন্ধরা কিংস। এ কোস্টারিকান তারকার অসাধান পারফরম্যান্সে অভিষেকে দলটি প্রিমিয়ার লিগসহ দুটি ট্রফি জিতেছে।
রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকান তারকা ফুটবলার ড্যানিয়েল কলিন্দ্রেসকে এনে চমক দেখায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবাগত ক্লাব বসুন্ধরা কিংস। এ কোস্টারিকান তারকার অসাধান পারফরম্যান্সে অভিষেকে দলটি প্রিমিয়ার লিগসহ দুটি ট্রফি জিতেছে।
প্রিমিয়ারের নতুন চ্যাম্পিয়নরা আগামী মৌসুমে আরো বড় চমক দেখাতে চায় ক্লাবটি। অবশ্য সেটা মাঠের খেলোয়াড় নয়। বিশ্ব ফুটবলের শীর্ষস্থানীয় কোনো সাবেক তারকাকে তাদের দলের শুভেচ্ছা দূত করে এনে। একজন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা, অন্য জন ব্রাজিলিয়ান সুপারস্টার রোনালদিনহো।
আজ (শনিবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ দেখতে এসে সাংবাদিকদের এই পরিকল্পনার কথা জানান বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।
ইতিমধ্যে এজেন্টের মাধ্যমে দুইজনের সঙ্গেই যোগাযোগ শুরু করেছে ক্লাবটি। তবে এতে নতুন সমস্যা দেখা দিয়েছে সময় নিয়ে। কারণ, আগামী মৌসুম কবে শুরু হবে এবং বসুন্ধরাই বা কবে প্রথম ম্যাচ খেলবে তা নিয়ে অন্ধকারে ক্লাবটি। কারণ, বাফুফে দলবদলের ঘোষণা দিয়েও আবার স্থগিত করেছে।
এ বিষয়ে ইমরুল হাসান বলেন, “আমাদের মূল সমস্যা হচ্ছে টাইমিং। কাউকে আনতে হলে তাকে সুনির্দিষ্ট সময় উল্লেখ করেই আমন্ত্রণ জানাতে হবে। কিন্তু আমরা তো জানি না কবে আমাদের খেলা। আমাদের টাইমিং, যাকে আনবো তার টাইমিং মিললেই তো উদ্যোগ সফল হবে।”
দুই কিংবদন্তির কাউকে আনতে কি পরিকল্পনা নেয়া হচ্ছে এমন প্রশ্নে বলেন, “আসলে বিষয়টি এতটা প্রাথমিক পর্যায়ে যে বলার মতো না। দুইজনের যাকে পাওয়া যাবে, তাকে আনার চেষ্টা করবো। আগে নতুন মৌসুমের সূচি ঘোষণা হো। আমরা দুই দিনের জন্য আনবো। সেটা কোনো টুর্নামেন্ট বা লিগে আমাদের প্রথম ম্যাচ ধরে। মাঠে থাকবেন এবং আমাদের ক্লাব এলাকা পরিদর্শন করবেন। বাকি পরিকল্পনাগুলো ঠিক করবো উদ্যোগটা আরেকটু এগোলে।”