artk
মঙ্গলবার, নভেম্বার ১৯, ২০১৯ ৮:১৪   |  ৫,অগ্রহায়ণ ১৪২৬

স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, আগষ্ট ১, ২০১৯ ৬:৩১

সপ্তাহের শেষ দিনে অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে

media

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে ৬০ দশমিক ৪৬ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। তবে আগের কার্যদিবস তুলনায় এদিন ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। 

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে ৬০ দশমিক ৪৬ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। তবে আগের কার্যদিবস তুলনায় এদিন ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। 

বৃহস্পতিবার স্টক এক্সচেঞ্জ সূত্রে এসব তথ্য জানা গেছে। 

স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮১ কোটি ১৬ লাখ টাকা। আগের কার্যদিবস গত বুধবার লেনদেন হয়েছিল ৪৪৭ কোটি ৬০ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ২১৮টির বা ৬১ দশমিক ৭৫ শতাংশ, কমেছে ৮৩টির এবং পরিবর্তন হয়নি ৫২টির দর। 

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৬৯ দশমিক ৭৩ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১০ দশমিক ৫৯ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ১০ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৮৩৮ দশমিক ৫০ পয়েন্টে ও ১ হাজার ১৯২ দশমিক ১৮ পয়েন্টে।

টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- ফরচুন সুজ, বাংলাদেশ শিপিং কর্রপোরেশেন, মুন্নু সিরামিকস, ইউনাইটেড পাওয়ার, জেনারেশেন নেক্সট, বীকন ফার্মা, জেএমআই সিরিঞ্জ, স্কয়ার ফার্মা, লিগ্যাসি ফুটওয়্যার, বাংলাদেশ সাবমেরিন কেবলস। 

অপর পুঁজিবাজার সিএসইতে বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ১৬ কোটি ৫৮ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ১৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৭৩ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৯৮ দশমিক ৬৩ পয়েন্টে। 

সিএসই-৫০ সূচক ২ দশমিক ২৪ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৪৪ দশমিক ৯৫ পয়েন্ট ও সিএসআই সূচক ৮ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৬৫ দশমিক ৬৪ পয়েন্টে, ৯ হাজার ৬০৪ দশমিক ২৬ পয়েন্টে ও ১ হাজার ৩৫ দশমিক ১৭ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ৫ দশমিক ৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৭০ দশমিক ৩১ পয়েন্টে।

এদিন বা বৃহস্পতিবার সিএসইতে লেনদেন হওয়া ২৬৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ৭৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩২টি কোম্পানির শেয়ার দর। 

সেফুদার সম্পত্তি ক্রোকের আদেশ লবণ নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: সরকার রাজস্ব আদায় ২ হাজার কোটি টাকা ছাড়িয়েছে বুধবার থেকে বাস চলবে খুলনায় ৩৯তম বিসিএসে ৪ হাজার ৪৪৩ চিকিৎসক নিয়োগ অধ্যক্ষকে পুকুরে ফেলার ঘটনায় ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার খালেদা জিয়া দাঁড়াতে-বসতে বা হাতে তুলে খেতে পারেন না: রিজভী দুই সিটির ভোটবিরোধী ৩৬ কাউন্সিলর লবণ নিয়ে গুজবে কান না দেয়ার পরামর্শ কেজিপ্রতি ১০০ টাকা হওয়ার গুজবে লবণ কেনার হিড়িক খালেদার মুক্তির দাবিতে ২৩ নভেম্বর বিএনপির সমাবেশ খালেদার মুক্তির দাবিতে ২৩ নভেম্বর বিএনপির সমাবেশ খালেদার মুক্তির দাবিতে ২৩ নভেম্বর বিএনপির সমাবেশ খালেদার মুক্তির দাবিতে ২৩ নভেম্বর বিএনপির সমাবেশ ৩০ মামলার আসামি ‘পটেটো রুবেল’ অস্ত্রসহ গ্রেপ্তার ৩০ মামলার আসামি ‘পটেটো রুবেল’ অস্ত্রসহ গ্রেপ্তার ৩০ মামলার আসামি ‘পটেটো রুবেল’ অস্ত্রসহ গ্রেপ্তার ৩০ মামলার আসামি ‘পটেটো রুবেল’ অস্ত্রসহ গ্রেপ্তার প্রেম করছি কিন্তু বিয়ের দিন এখনও ঠিক হয়নি: জয়া অনির্দিষ্টকালের কর্মবিরতি ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পাকিস্তানে অনুপ্রবেশের দায়ে ২ ভারতীয় গ্রেপ্তার মিথিলার সঙ্গে বিয়ে নিয়ে এবার মুখ খুললেন সৃজিত সাংবাদিকের চোখ হারানোর প্রতিবাদে চোখে ব্যান্ডেজ লাগিয়ে সংবাদ পাঠ এবার কন্যাসন্তানের বাবা হলেন তামিম প্রধানমন্ত্রী দেশে ফিরছেন রাতে যুক্তরাষ্ট্রের ওয়ালমার্ট স্টোরে গুলিতে নিহত ৩ ‘বন্দুকযুদ্ধে’ জনসংহতির ৩ সদস্য নিহত তারেক রহমানই ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ শুরু করেন: ফখরুল রিভিউ পরিবর্তন: ইমনের পরিবর্তে কায়কোবাদ ২৮৭ জনকে নিয়োগ দিবে দুদক