News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৬, ২৪ জুলাই ২০১৯
আপডেট: ১৮:৩৭, ১৪ ফেব্রুয়ারি ২০২০

নাটোরে স্কুলশিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা

নাটোর সংবাদদাতা

নাটোরে স্কুলশিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা

নাটোরের গুরুদাসপুরে লতিফা হেলেন মঞ্জু নামে এক স্কুলশিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলায় নাজিরপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

লতিফা হেলেন মঞ্জু গুরুদাসপুর উপজেলার বৃকাশো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবু জানান, লতিফা হেলেন নাজিরপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে তার মায়ের বাড়িতে অবস্থান করছিলেন। রাত ১০টার দিকে তার মা পাশের বাড়িতে যায়। এ সময় দুর্বৃত্তরা ওই বাড়িতে ঢুকে লতিফা হেলেন মঞ্জুকে ছুরিকাঘাত হত্যা করে। পরে লাশ পাশের পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যায়।

তিনি আরো জানান, বাড়ি ফিরে লতিফার মা পুরো বাড়িতে রক্ত দেখে চিৎকার করে। পরে প্রতিবেশীরা এসে খোঁজাখুঁজির পর পুকুর থেকে লতিফার লাশ উদ্ধার করে।

নিউজবাংলাদেশ.কম/এমএস

সর্বশেষ

পাঠকপ্রিয়