ওয়েস্ট সফরের জন্য আগামী কাল রোববার দল ঘোষণা করবে ভারত। ক্যারিবিয়ান সফরে দলের সাথে যাচ্ছেনা মহেন্দ্র সিং ধোনি। কারণ আগামী দুই মাস থাকবেন ক্রিকেট থেকে দূরে। সময়টা তিনি দিতে চান সেনাবাহিনীতে!
ওয়েস্ট সফরের জন্য আগামী কাল রোববার দল ঘোষণা করবে ভারত। ক্যারিবিয়ান সফরে দলের সাথে যাচ্ছেনা মহেন্দ্র সিং ধোনি। কারণ আগামী দুই মাস থাকবেন ক্রিকেট থেকে দূরে। সময়টা তিনি দিতে চান সেনাবাহিনীতে!
ওয়েস্ট সফরের জন্য আগামী কাল রোববার দল ঘোষণা করবে ভারত। ক্যারিবিয়ান সফরে দলের সাথে যাচ্ছেনা মহেন্দ্র সিং ধোনি। কারণ আগামী দুই মাস থাকবেন ক্রিকেট থেকে দূরে। সময়টা তিনি দিতে চান সেনাবাহিনীতে! ভারতীয় সেনাবাহিনীর প্যারা স্পেশাল ফোর্সের প্যারাসুট রেজিমেন্টের একজন সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল ধোনি।
তার সেনাবাহিনী প্রীতি অজানা কিছু নয়। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে কিপিং গ্লাভসে এই রেজিমেন্টের প্রতীক ব্যবহার করেছিলেন। পরে আইসিসি আপত্তি তোলায় সেটি সরিয়ে ফেলতে হয়।
সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক আরও গভীর করতেই দুই মাস সময় চেয়েছেন ধোনি। বিষয়টি শনিবার নিশ্চিত করে ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ‘ধোনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যাচ্ছে না। দুই মাস সে প্যারা মিলিটারি রেজিমেন্টে সময় দিতে চায়।’
ফেরার পর ধোনি অবসরে যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে সেই কর্মকর্তা বলেছেন, ‘আমরা তিনটি বিষয় পরিষ্কার করতে চাই। ধোনি এখনই অবসরে যাচ্ছে না। সে দুই মাস সেনাবাহিনীকে সময় দিতে অনেক আগে থেকেই বদ্ধপরিকর। আর আমরা বিষয়টা অধিনায়ক বিরাট কোহলি ও প্রধান নির্বাচক এমএসকে প্রসাদের উপরই ছেড়ে দিচ্ছি।’
ধোনির জায়গায় তিন ফরম্যাটের ক্রিকেটে উইকেটরক্ষক রিশভ পান্টই হতে যাচ্ছেন নির্বাচকদের প্রথম পছন্দ। টেস্টে পান্টের পাশাপাশি আরেক উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাকেও দেখা যেতে পারে ভারতীয় দলে।