News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৪, ১৭ জুলাই ২০১৯
আপডেট: ০৪:০২, ১১ ফেব্রুয়ারি ২০২০

প্রেমের টানে মার্কিন নারী এবার লক্ষ্মীপুরে

লক্ষ্মীপুর সংবাদদাতা

প্রেমের টানে মার্কিন নারী এবার লক্ষ্মীপুরে

প্রেমের কোনও দেশ-কাল-পাত্র নেই। ভালবাসার টানে নজির আছে সিংহাসন ছাড়ারও। আর এই প্রেমের টানেই সব প্রতিবন্ধকতা অতিক্রম করে নিজ দেশ ছেড়ে বাংলাদেশে এলেন মার্কিন নারী সারলেট। ঘর বাঁধলেন লক্ষ্মীপুর সদরের দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের সফিক উল্যাহর ছেলে সোহেল হোসেনের সাথে।

সারলেটের বাড়ি আমেরিকার নিউজার্সিতে। ২০১৩ সালে ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয়। এর পর বন্ধুত্ব ও প্রেম। দুইদেশের দুই সংস্কৃতি থাকলেও শেষপর্যন্ত ভালবাসারই জয় হয়েছে। উভয়ের পরিবার মেনে নেয়ার পর গত ১২ জুলাই বাংলাদেশে আসেন সারলেট। ১৬ জুলাই মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় তাকে।

বিয়ের পর মার্কিন নববধূকে দেখতে ভিড় করেন এলাকার হাজার হাজার মানুষ।

নিউজবাংলাদেশ.কম/এমএস

সর্বশেষ

পাঠকপ্রিয়