News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:২৫, ১০ জুলাই ২০১৯
আপডেট: ০৯:০৪, ১২ ফেব্রুয়ারি ২০২০

কিশোরগঞ্জের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট

স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট

৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কিশোরগঞ্জের জেলার সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সেতাফুল ইসলামসহ নয় জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন  কমিশন(দুদক)।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য নিউজবাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রণব কুমার ভট্টাচার্য জানান, সেতাফুল ইসলাম (বর্তমানে সাময়িক বরখাস্তকৃত) ছাড়া অন্য আসামিরা হলেন- কিশোরগঞ্জের হিসাব রক্ষণ অফিসার মো. সিরাজুল ইসলাম, সাবেক সুপার মোহাম্মদ গোলাম হায়দার (বর্তমানে নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা), অডিটর মো. সৈয়দুজ্জামান, অফিস সহায়ক মো. দুলাল মিয়া, সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার (এজিএম) মো. মাহবুবুল ইসলাম খান (বর্তমানে-এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার), পূবালী ব্যাংকের ব্যবস্থাপক মুখলেছুর রহমান, মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজের প্রোপাইটর মো. আমিনুল ইসলাম, ঢাকার মো. জাহাঙ্গীর আলম।

দুদক সূত্রে জানা গেছে,আসামি প্রত্যকেই এক অপরের সহযোগিতায় আশ্রয়ে প্রতারণা, জালিয়াতিসহ ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কিশোরগঞ্জ জেলার এল. এ কেস নং ১০/২০১৬-১৭ এর মোট পাঁচ কোটি টাকা আত্মসাত। যা ধারা:  দ-বিধির ৪০৯/৪২০/৪৭১/৪৭৭(ক)/১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। 

আত্মসাতের ঘটনায় গত বছরের ১৭ জানুয়ারি কিশোরগঞ্জ মডেল থানা মামলা করা হয়েছিল। মামলা নাম্বার ৩১। মামলার বাদী ছিলেন দুদকের সহকারী পরিচালক রাম প্রসাদ মন্ডল। এবং তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ।

নিউজবাংলাদেশ.কম/এমএজেডএমএস

সর্বশেষ

পাঠকপ্রিয়