ভারতে বাস দুর্ঘটনায় নিহত ২৯

ভারতের উত্তর প্রদেশে বাস দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছে। উত্তর প্রদেশের নয়ডা থেকে আগ্রাকে সংযুক্ত করা ১৬৫ কিমি. দৈর্ঘ্য বিশিষ্ট যমুনা এক্সপ্রেস ওয়েতে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্র থেকে প্রাপ্ত খবর অনুসারে, বাসটি ১৫ ফুট নিচে পড়ে যায়, ড্রেনে গিয়ে পড়ে। বাসটি লখনৌ থেকে দিল্লির দিকে যাচ্ছিল। এনিডিটিভি।
উত্তর প্রদেশ পুলিশের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, একটি স্লীপার কোচ বিশিষ্ট যাত্রীবাহী বাস লখনৌ থেকে দিল্লি যাওয়ার পথে যমুনা এক্সপ্রেস ওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি প্রায় ১৫ ফুট গভীরে গিয়ে পড়ে। এখনও পর্যন্ত ২০ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার কার্য চলছে।
সূত্র থেকে প্রাপ্ত খবর অনুসারে, ড্রাইভারের চোখ লেগে আসার ফলেই এই দুর্ঘটনা ঘটে।
একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা রঙের বাসটি দুমড়ে গেছে এবং সেখান থেকেই দেহগুলিকে টেনে বাইরে নিয়ে আসা হচ্ছে। একটি বেশ বড়ো ড্রেনের মধ্যে বাসটি ঢুকে যাওয়ার ফলেই এই ঘটনা ঘটে। পচা পাঁকের মধ্যে থেকে যত শীঘ্র সম্ভব দেহগুলো বাইরে নিয়ে আসার চেষ্টা চলছে।
জেলা বিচারপতি জানিয়েছেন, আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় খুবই শোকাহত। আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের লোকেরা যাতে সমস্ত রকম সুযোগ সুবিধা লাভ করে, সেদিকে বিশেষ নজর দিতে বলেছেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এফএ