News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০০, ৭ জুলাই ২০১৯
আপডেট: ০১:৩৪, ১২ ফেব্রুয়ারি ২০২০

নাটক নিয়ে ঢাকার মঞ্চে অঞ্জন দত্ত

বিনোদন ডেস্ক

নাটক নিয়ে ঢাকার মঞ্চে অঞ্জন দত্ত

আগামীকাল সোমবার ঢাকায় আসছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্ত। ৯ জুলাই শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চ নাটক নিয়ে হাজির হবেন ওপার বাংলার এই তারকা।

সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে অঞ্জন দত্ত নির্দেশিত-অভিনীত নাটক ‘সেলসম্যানের সংসার’। নাটক শেষে ছাপাখানার ভূত থেকে প্রকাশিত হবে তার নাট্যজীবন নিয়ে বই ‘নাট্যঞ্জন’। পাশাপাশি গুণী এই শিল্পী তার বর্ণাঢ্য জীবন নিয়েও কথা বলবেন। দর্শকদের অনুরোধে অনুষ্ঠানে তিনি গানও গাইবেন।’

এদিকে, আর্থার মিলারের ‘ডেথ অব আ সেলসম্যান’ অবলম্বনে ‘সেলসম্যানের সংসার’ তৈরি করেছেন অঞ্জন দত্ত নিজেই। নাটকে মধ্যবিত্ত সমাজের সংকট ধরতে চেয়েছেন পরিচালক। সাংসারিক দিক থেকে সমাজ বা রাজনীতিকে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা  থেকেই নির্মিত হয়েছে নাটকটি।

নিউজবাংলাদেশ.কম/এমএস

সর্বশেষ

পাঠকপ্রিয়