News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০১, ৬ জুলাই ২০১৯
আপডেট: ০৩:১৬, ১১ ফেব্রুয়ারি ২০২০

গত সপ্তাহে সূচকে পতন, লেনদেনও মন্দা

স্টাফ রিপোর্টার

গত সপ্তাহে সূচকে পতন, লেনদেনও মন্দা

গত সপ্তাহে (রোববার থেকে বৃহস্পতিবার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের সপ্তাহের তুলনায় ৮ দশমিক শূন্য ৮ শতাংশ কমেছে। অবশ্য ওই সপ্তাহে ৪ কার্যদিবস লেনদেন হয়েছে। ওই সময় পতন হয়েছে ডিএসইর সব ধরনের সূচকের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ৯৪৭ কোটি ৪৭ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল দুই হাজার ১১৮ কোটি ৭৩ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৮ দশমিক শূন্য ৮ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন হয়েছে ৪৮৬ কোটি ৬৬ লাখ টাকা। এর আগের সপ্তাহে ছিল ৪২৩ কোটি ৭৪ লাখ টাকা।

গত সপ্তাহে ডিএসইএক্স সূচক ৪৯ দশমিক ২৬ পয়েন্ট বা দশমিক ৯১ শতাংশ কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩৮০ দশমিক ৭৯ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস ১২ দশমিক ৪৩ পয়েন্ট এবং ডিএসই৩০ সূচক ১৪ দশমিক ৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ২৩৩ দশমিক ৩৯ পয়েন্টে এবং ১ হাজার ৯১০ দশমিক শূন্য ৮ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৫৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬৫টি কোম্পানির। দর কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির। লেনদেন হয়নি একটি কোম্পানির।

গত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির ৮০ দশমিক ৩৭ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। ওই সময় ‘বি’ ক্যাটাগরির ৯ দশমিক ৮২ শতাংশ, ‘এন’ ক্যাটাগরির ৯ দশমিক ২৭ শতাংশ ও ‘জেড’ ক্যাটাগরির দশমিক ৫৩ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেডএমএস

সর্বশেষ

পাঠকপ্রিয়