সাদা মটমটিয়া হচ্ছে ভারবেনাসি পরিবারের একটি ছোট ঝোপাল উদ্ভিদ। আলংকারিক উদ্ভিদ হিসেবে এদের সুঘ্রাণযুক্ত পাপড়ি এবং সুন্দর ফুলের জন্য চাষ করা হয়।
সাধারণত নিচু জমিতে পুকুর, খাল, বিলের পাশে এই ফুল গাছ জন্মে। ঝোপাকৃতির গাছ। এদের কাণ্ড খুব নরম ও গন্ধযুক্ত পাতা। ডাল একটু ভাঙলে প্রখর গন্ধ বের হয়। সবুজ পাতা। হালকা বেগুনী রঙের ফুল, মাঝখানে হলুদ স্পট থাকে। বাংলাদেশের সব স্থানে এই ফুল গাছ দেখতে পাওয়া যায়। এই গাছের ঔষধি গুণাগুণ রয়েছে।
উপকারিতা:
১। সাদা মটমটিয়া পাতার রস পেটের ও নার্ভের টনিক হিসেবে ব্যবহার হয়।
২। সাদা মটমটিয়া গাছের পাতা ও ফুলের রস খেলে হজমের দূর্বলতা কমে যায়।
৩। সাদা মটমটিয়া গাছের পাতা ও ফুলের রস খেলে লিভারের সমস্যায় উপকার পাওয়া যায়।
৪। সাদা মটমটিয়া গাছের পাতা বেটে লাগালে দাদ ভালো হয়।
৫। চর্মরোগ হলে সাদা মটমটিয়া গাছের পাতার রস লাগালে চর্মরোগ ভালো হয়।