News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২০, ২৪ জুন ২০১৯
আপডেট: ০৪:৪৬, ১১ ফেব্রুয়ারি ২০২০

ডিআইজি মিজান ও এনামুলকে দুদকের তলব

স্টাফ রিপোর্টার

ডিআইজি মিজান ও এনামুলকে দুদকের তলব

ঘুষ নেয়ার অভিযোগ খতিয়ে দেখতে পুলিশের আলোচিত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাময়িক বরখাস্ত হওয়া পরিচালক এনামুল বাছিরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক।

সোমবার দুদক প্রধান কার্যালয় থেকে পাঠানো এক নোটিশে তাদের দুইজনকে আগামী ১ জুলাই হাজির হতে বলা হয়। দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্লার নেতৃত্বে তিন সদস্যের টিম অনুসন্ধানের দায়িত্ব পালন করছে। দুদকের অপর সদস্যরা হলেন- দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান ও সালাহউদ্দিন আহমেদ।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের থাকা ডিআইজি মিজানুর রহমান দুদকের অনুসন্ধান কর্মকর্তা এনামুল বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগ উঠে। মিডিয়ায় এ তথ্য ফাঁস হবার পরপর এনামুল বাছিরকে বরখাস্ত করা হয়। তবে পরিচালক এনামুল বারবার দাবি করে আসছে, রেকর্ড করা ওই বক্তব্য কন্ঠ নকল।

এদিকে তিন কোটি সাত লাখ টাকার সম্পদ গোপন এবং তিন কোটি ২৮ লাখ টাকা অবৈধ সম্পদের অভিযোগে পুলিশের ডিআইজি মিজানুর রহমানসহ চারজনের বিরুদ্ধে দুদক মামলার অনুমোদন করেছে। ওই মামলায় বাকিরা হলেন- মিজানুর রহমানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ভাই এবং ভাগ্না। মিজানের বিরুদ্ধে মামলা পরিচালনা সংক্রান্ত গেজেট প্রকাশ হয়েছে। তাই থানায় নয়, নিজ দপ্তরেই মামলা করতে পারবে দুদক।

এর আগে মিজানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে মামলার সুপারিশ করে প্রতিবেদন তৈরি করে দুদকের অনুসন্ধান টিম। কমিশনের বৈঠকে প্রতিবেদন উপস্থাপনের পর তা অনুমোদন পায়।

নিউজবাংলাদেশ.কম/এজেড/এএইচকে

সর্বশেষ

পাঠকপ্রিয়