News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৬, ২১ জুন ২০১৯
আপডেট: ১১:৩৬, ১৫ ফেব্রুয়ারি ২০২০

নাটোরে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৩ শ্রমিক নিহত

নাটোরে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৩ শ্রমিক নিহত

নাটোরের গুরুদাসপুর উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার নাটোর-সিরাজগঞ্জ সড়কের রাণীগ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন এই তথ্য জানিয়েছেন।  

নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন সিরাজগঞ্জের তাড়াশের আবদুল কাদের (৫০) ও রুহুল আমিন (৩৫)। বাকি একজনের পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ।

ওসি দেলোয়ার হোসেন বলেন, “সকালে সিরাজগঞ্জ থেকে একটি পণ্যবাহী ট্রাক এবং শ্রমিকদের নিয়ে একটি পিকআপ ভ্যান নাটোরের দিকে যাচ্ছিল। রাণীগ্রাম এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানে থাকা তিন শ্রমিক নিহত হন।”

মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানান ওসি।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়