মেহেরপুরে দু’পক্ষের গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত
মেহেরপুর সংবাদদাতা

মেহেরপুরের গাংনী উপজেলায় দুই পক্ষের গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কাজীপুর মুন্সিপাড়া এলাকায় কথিত এ গোলাগুলির ঘটনা ঘটে।
নিহত এনামুল হক উপজেলার কাজীপুর বর্ডারপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে গাংনী থানায় মাদক, বিস্ফোরক ও চাঁদাবাজির ছয়টি মামলা রয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান দাবি করেন, কাজীপুর মুন্সিপাড়ায় দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি চলছে- এমন খবর পেয়ে পুলিশের একটি দল অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ, একটি পিস্তল, দুটি গুলি ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে লাশটি এনামুল হকের বলে সনাক্ত করেন।
নিউজবাংলাদেশ.কম/এমএস