ফতুল্লায় কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত
নারায়ণগঞ্জের ফতুল্লায় কথিত বন্দুকযুদ্ধে এক সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছেন।
নিহত লিপু ফতুল্লার পিলকুনি এলাকার বাসিন্দা ছিলেন। তার বিরুদ্ধে মাদক, ডাকাতিসহ ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার সকালে ডিবি পুলিশের পরিদর্শক এনামুল হক দাবি করেন, “বুধবার লিপুকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যানুযায়ী, আজ ভোররাতে মাদক ও অস্ত্র উদ্ধারে অভিযান চালায় পুলিশের একটি দল। দাপা বালুর মাঠ এলাকায় পৌঁছলে লিপুর সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে লিপুর সহযোগীরা পালিয়ে যায়।”
“পরে লিপুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন,” যোগ করেন এই পুলিশ কর্মকর্তা।
নিউজবাংলাদেশ.কম/এফএ








