artk
বৃহস্পতিবার, অক্টোবার ১৭, ২০১৯ ৭:৪৪   |  ২,কার্তিক ১৪২৬

স্টাফ রিপোর্টার

রোববার, জুন ১৬, ২০১৯ ৬:৫৪

বাজেট ঘোষণার পরবর্তী সূচকে পতন

media

প্রস্তাবিত জাতীয় বাজেট (২০১৯-২০ অর্থবছর) ঘোষণার পরবর্তী কার্যদিবস রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় স্টকে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর। আগের কার্ষদিবস তুলনায় এদিন উভয় স্টকের লেনদেন কমেছে।

প্রস্তাবিত জাতীয় বাজেট (২০১৯-২০ অর্থবছর) ঘোষণার পরবর্তী কার্যদিবস রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় স্টকে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর। আগের কার্ষদিবস তুলনায় এদিন উভয় স্টকের লেনদেন কমেছে।

দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিক, প্রস্তাবিত বাজেটকে পুঁজিবাজারের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন দুই স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। 

তবে ঈদের পর বা বাজেটের আগে পুঁজিবাজারে সূচক উত্থান দেখা গেলেও বাজেট ঘোষণার পরবর্তীতে এই সূচক চিত্র উল্টো। বাজেট পরবর্তী এদিন কমেছে লেনদেনসহ অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর।

ডিএসই দাবি করেছে, এবারের ঘোষিত প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজার উন্নয়নে বেশকিছু প্রণোদনা রয়েছে। তবে এই বাজারের উন্নয়নে আরও কিছু প্রণোদনা জরুরি, যা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধা করা হবে। এই পুঁজিবাজারের উন্নয়নে দুই স্টক এক্সচেঞ্জ অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা পুঁজিবাজারে বিনিয়োগের সুবিধা চাচ্ছে তারা। 

এছাড়া পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির করহার কমিয়ে তালিকাবহির্ভূত কোম্পানির করহারের সঙ্গে ব্যবধান ২০ শতাংশ করা, এসএমই মার্কেটের লেনদেনের ওপর উৎসে কর অব্যাহতি, স্টক এক্সচেঞ্জকে ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী পাঁচ বছরের জন্য পূর্ণ কর অব্যাহতি, স্টক এক্সচেঞ্জের ট্রেডিং প্লাটফর্মের মাধ্যমে ট্রেজারি বিল এবং বন্ডের লেনদেনের ওপরে কর অব্যাহতি, স্টক এক্সচেঞ্জের ট্রেক হোল্ডারদের নিকট হতে করহার দশমিক শূন্য ১৫ রাখা দাবি করছে। 

তাদের মতে, দাবিগুলো পূরণ হলে পুঁজিবাজার আরো গতিশীল হবে। বিনিয়োগকারীদের আস্থাসহ বাজারে বিনিয়োগ বাড়বে। একই সঙ্গে বাজারে তারল্যও বাড়বে।  

স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে রোববার লেনদেন হয়েছে ৫৩৪ কোটি ৩১ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫৭২ কোটি ৫০ লাখ টাকা। আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট মধ্যে বেড়েছে ৯৮টির, কমেছে ২০১টির এবং পরিবর্তন হয়নি ৫০টির দর। 

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৩ দশমিক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৩০ দশমিক ৮৩ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১৩ দশমিক ৬৪ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ৮ দশমিক ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৯০৫ দশমিক শূন্য ৯ পয়েন্টে ও ১ হাজার ২৩৫ দশমিক ৪০ পয়েন্টে।

টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- জেএমআই সিরিঞ্জ, ইউনাইটেড পাওয়ার, ইস্টার্ন হাউজিং, বিবিএস ক্যাবলস, নিউ লাইন ক্লোথিংস, ড্রাগন সোয়েটার, ইস্টার্ন ক্যাবলস, নদার্ন ইন্স্যুরেন্স। 

অপর পুঁজিবাজার সিএসইতে আজ লেনদেনের পরিমাণ ২৯ কোটি ২৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৪ কোটি ১৯ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইর সূচক সিএএসপিআই ১৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬২৪ দশমিক ৪৩ পয়েন্টে। 

সিএসই-৫০ সূচক ১২ দশমিক ৩৫ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৩৭ দশমিক ৬৬ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৮৪ দশমিক ১৫ পয়েন্ট  ও সিএসআই সূচক ৯ দশমিক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২০৫ দশমিক ৮৯ পয়েন্টে, ১৪ হাজার ৩৮২ দশমিক ৬২ পয়েন্টে, ১০ হাজার ৭৩ দশমিক ৬১ পয়েন্টে ও ১ হাজার ৭৭ দশমিক ৯৯ পয়েন্টে।  

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ১৭০টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৫টি কোম্পানির শেয়ার দর।

১৭ বছর বয়সেই ডাবল সেঞ্চুরি! আ. লীগ নেতার নেতৃত্বে পূজা মণ্ডপে হামলা, প্রতিমা ভাংচুর বড় ভাইদের নির্দেশেই আবরারকে মুখে কাপড় দিয়ে মারা হয়: সাদাত ‘দেশের মানুষের উচিত হবে সরকারকে ঘাড় ধরে বের করে দেয়া’ ‘ইরানে সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র’ বড়পুকুরিয়া দুর্নীতি: সাবেক এমডিসহ কারাগারে ৩ অর্থ আত্মসাত: স্বাস্থ্য অধিদপ্তরের ৯ কর্মকর্তা-কর্মচারীকে দুদকে তলব চাঁদ থেকে পারমাণবিক বোমা ফেলে পাকিস্তানকে ধ্বংস করবে ভারত! আবরার হত্যা মামলায় চার্জশিট পাওয়া মাত্র বিচারকাজ শুরু: আইনমন্ত্রী বিদ্যুৎখাতে বিনিয়োগ করবে সৌদির বিয়াদ গ্রুপ জামালপুর হাসপাতালের কম্পিউটার অপারেটর খোকন গ্রেফতার আবরার স্মরণে সোহরাওয়ার্দীতে সমাবেশ ডেকেছে ঐক্যফ্রন্ট নগ্ন দৃশ্যে আপত্তি নেই শ্রীদেবীকন্যার জাতীয় ক্রিকেট লিগে দ্বিতীয় রাউন্ড শুরু বৃহস্পতিবার এসিসি ইমার্জিং নারী এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের বিবিসির ১০০ নারীর তালিকায় রোহিঙ্গা ক্রিকেটার জেসমিন বিদ্যালয়ের গণ্ডি না পেরিয়েও বিজ্ঞানী বাবরি মসজিদ মামলার শুনানি শেষ, হট্টগোলের পর রায় স্থগিত পুঁজিবাজারের সূচকে পতন ভারত টেস্টে তাসকিনকে পেতে শেষ পর্যন্ত অপেক্ষা এবার আমরণ অনশনের হুমকি নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের খাগড়াছড়িতেও দুর্নীতিবিরোধী অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ইমরান খানের সাথে সৌরভকে তুলনা করলেন শোয়েব আখতার দুর্ঘটনা এড়াতে চালক-পথচারী সবাইকে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী ১০০ বলের ক্রিকেট ড্রাফটে বাংলাদেশের ১১ জন বিশেষ প্রয়োজন ছাড়া শিল্পী সমিতিতে প্রবেশ নিষেধ চট্টগ্রাম মেডিকেলের ডাক্তার-নার্সদের নোবেল দেয়া উচিত: মেয়র নাছির পীরগঞ্জে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ, গুলিবিদ্ধ ১৫ গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭ কর্মকর্তার পদত্যাগ ন্যাম সম্মেলনে যোগ দিতে বুধবার আজারবাইজান যাচ্ছেন প্রধানমন্ত্রী