রাজধানীতে বস্তির সংখ্যা ৩৩৩৯টি
স্টাফ রিপোর্টার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত বস্তি শুমারি ও ভাসমান লোকগণনা জরিপ-২০১৪ অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মোট বস্তির সংখ্যা ১ হাজার ৬৩৯টি। মোট খানা এক লাখ ৩৫ হাজার ৩৪০টি। উত্তর সিটির বস্তিতে মোট জনসংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ১৯ জন।
অপরদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মোট বস্তি ১ হাজার ৭৫৫টি। বস্তির খানার সংখ্যা ৪০ হাজার ৫৯১টি। জনসংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৫৬ জন।
দুই সিটিতে মোট বস্তির সংখ্যা ৩৩৩৯টি।
জাতীয় সংসদে রোববার সরকার দলীয় এমপি হাজী মো. সেলিমের লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।
তাজুল ইসলাম আরও জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আদাবর থানায় ৪৭২ বস্তি, বাড্ডায় ১২১, বনানীতে ১০, দারুস সালামে ৫৪, ভাসানটেকে ৮, গুলশানে ৮, কাফরুলে ১০৯, খিলক্ষেতে ৭১, মিরপুরে ১১৭, মোহাম্মদপুরে ২৮৪, পল্লবীতে ৭০, রামপুরায় ১৬৮, শাহআলীতে ১৫ ও শেরেবাংলা নগরে ১৩৮টি বস্তি রয়েছে।
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বংশাল থানায় ১৯ বস্তি, চকবাজারে ১৫০, ধানমন্ডিতে ১৭, গেন্ডারিয়ায় ৪৯, হাজারীবাগে ২৪৩, যাত্রাবাড়ীতে ১৬৫, কলাবাগানে ৫, কামরাঙ্গীরচরে ২৬৫, খিলগাঁওয়ে ৪২৬, কোতোয়ালিতে ৫, লালবাগে ২৭৮, মতিঝিলে ৪, নিউমার্কেট থানায় ৫, রমনায় ৮, শাহজাদপুরে ৭৯, শাহবাগে ৭, সূত্রাপুরে ৫ ও ওয়ারী থানায় ২৫টি বস্তি রয়েছে বলে জানান মন্ত্রী।
নিউজবাংলাদেশ.কম/এএইচকে