আমরা সবাই সুন্দর ও মসৃণ জটহীন চুল চাই। রুক্ষ বা কোঁকড়া চুলে খুব দ্রুত জট লাগে। যার ফলে চুলে চিরুনি করা খুবই কষ্টকর হয়ে যায়। এমনকি চুল ছিড়েও যায়। এই সমস্যা থেকে সমাধান পেতে হলে চুলের যত্নে কিছু মাস্ক ব্যবহার করা যেতে পারে।
চলুন তাহলে দেখে নেয়া যাক রুক্ষ চুলের মাস্ক তৈরি ও ব্যবহার পদ্ধতি-
কাঠ বাদাম:
১। কাঠবাদামের তেল ও ডিম: একটা কাঁচা ডিমের সাথে দুই তিন চামচ কাঠবাদাম তেল ভালোভাবে মিশিয়ে নিন। এরপর মাথার ত্বক ও চুলে ভালোভাবে লাগিয়ে নিন। ৩৫ থেকে ৪৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। ডিম চুলের ক্ষয় দূর করে এবং কাঠবাদামের তেল চুলে পুষ্টি যোগায়।
পাকা কলা ও মধু:
২। কলা ও মধুর মাস্ক: চুলে প্রথমে নারিকেল তেল মালিশ করে নিন। এরপর একটা পাকা কলার সঙ্গে দুই টেবিল-চামচ মধু মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন যেন দানা দানা ভাব না থাকে। প্যাকটি মাথায় লাগিয়ে ২০ থেকে ২৫ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। এই মাস্ক ব্যবহার করলে আলাদা কন্ডিশনার ব্যবহার করার প্রয়োজন নেই। কারণ মধু ও কলার কন্ডিশনিং গুণ চুলের রুক্ষতা দূর করে। আবহাওয়া ও চুলের ধরন বুঝে দুএক সপ্তাহ পর পর এই প্যাক ব্যবহার করুন।