News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৮, ১৫ জুন ২০১৯
আপডেট: ১৮:৫৭, ১৯ জানুয়ারি ২০২০

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

পঞ্চগড় সংবাদদাতা

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

ছবি: প্রতীকী

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মানিক হোসেন ও নয়ন ইসলাম নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার রাতে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের ব্যারিস্টার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মানিক (২৫) পঞ্চগড় সদর উপজেলার বাদিয়াগছ গ্রামে বাসিন্দা ও নয়নের (২২) বাড়ি একই উপজেলার সাহেবিজোত গ্রামে।

পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহম্মদ জানান, পঞ্চগড়ের বাদিয়াগছ গ্রাম থেকে মানিক ও নয়ন মোটরসাইকেলে শহরে যাচ্ছিল। সদর উপজেলার ব্যারিস্টার বাজার রাস্তায় গেলে তেঁতুলিয়া থেকে পাথরবোঝাই একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মানিক মারা যান।

আহত নয়নকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

তবে ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পালিয়েছে বলে জানান ওসি।

নিউজবাংলাদেশ.কম/এমএস

সর্বশেষ

পাঠকপ্রিয়