অর্থমন্ত্রী হাসপাতালে ভর্তি

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ। রাজধানীর এপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে তিনি মঙ্গলবার বিকেলে মেডিক্যাল চেকআপের জন্য এপোলো হাসপাতালে যান। এ সময় ডাক্তারের পরামর্শে তিনি হাসপাতালে অবস্থান করেন এবং শারীরিক টেস্ট করান।
হাসপাতালের একটি সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর তার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। রাতে তিনি হাসপাতালেই অবস্থান করেন। বুধবার তিনি হাসপাতাল ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার রাতে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল রুটিন চেকআপের জন্য মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে গিয়েছিলেন। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।”
১৩ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী।
নিউজবাংলাদেশ.কম/এফএ