News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৫৯, ৯ জুন ২০১৯
আপডেট: ২১:৪২, ৬ ফেব্রুয়ারি ২০২০

ইসলামিক নীতি লঙ্ঘন: ইরানে ৫ শতাধিক রেস্তোরাঁ বন্ধ

ইসলামিক নীতি লঙ্ঘন: ইরানে ৫ শতাধিক রেস্তোরাঁ বন্ধ

'ইসলামিক নীতিমালা' লঙ্ঘন করার দায়ে ইরানের রাজধানী তেহরানে অভিযান চালিয়ে ৫৪৭টি রেস্তোরাঁ ও ক্যাফে বন্ধ করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ সময় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। 

শনিবার রাজধানীর পুলিশ প্রধান হোসেন রাহিমি এ কথা বলেছেন। 

তিনি জানান, রেস্তোরাঁ ও ক্যাফেগুলোর মালিকরা ইসলামিক নীতিমালা অনুসরণ করেননি। ইরানি সংবাদসংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ১০ দিন ধরে অভিযানটি চালানো হয়েছে।

ফার্স নিউজ এজেন্সি বলছে,  অপরাধগুলোর মধ্যে সাইবার কেন্দ্রে অস্বাভাবিক বিজ্ঞাপন প্রদর্শন করা, অবৈধ সংগীত বাজানো ইত্যাদি বিষয়গুলোও অন্তর্ভুক্ত ছিল। 

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়