News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০২:৫৯, ১৪ জুলাই ২০১৫
আপডেট: ০৫:২৬, ১১ ফেব্রুয়ারি ২০২০

আজ পবিত্র শবে কদরের ‘সাতাশের রাত’

আজ পবিত্র শবে কদরের ‘সাতাশের রাত’

ঢাকা: আজ মঙ্গলবার, পবিত্র শবে কদরের অন্যতম রাত। দেশব্যাপী ধর্মীয় ভাব-গাম্ভীর্য এবং এবাদত-বন্দেগির মধ্যদিয়ে কদরের রাত অতিবাহিত করবে ধর্মপ্রাণ মুসুল্লিরা। দেশে প্রতিবছর মাহে রমজানের ২৬ তারিখ দিবাগত রাতে শবে কদর পালন করা হয়।

ইসলাম ধর্ম অনুসারে, রমজান মাসের শেষ দশকের বেজোর রাতগুলোর যে কোনো একটিতে মহানবী হযরত মুহাম্মদের (স.) অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পুন:নির্ধারণ করা হয়। তাই মুসলমানদের কাছে এ রাত অত্যন্ত পুণ্যময় ও মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচনা বিবেচ্য।

শবে কদর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে  বুধবার ওয়াজ মাহফিল ও বিশেষ মোনাজাতের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এই পবিত্র রজনী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ পৃথক বাণী দিয়েছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শবে কদর উপলক্ষে বাণী দিয়েছেন।

শবে কদর উপলক্ষে বুধবার সরকারি ছুটি থাকবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দিবসটি উপলক্ষে দেয়া বাণীতে পবিত্র লাইলাতুল কদরে জাতির অব্যাহত কল্যাণ ও সমৃদ্ধিসহ সকলের শান্তিময় ও পরিপূর্ণ জীবন কামনা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পবিত্র রজনীতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি, অব্যাহত শান্তি ও কল্যাণ কামনা করেন।

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে খালেদা জিয়া এক বাণীতে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহর সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। তাদের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি করেন তিনি।” 

নিউজবাংলাদেশ.কম/এফএ/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়