সিরাজগঞ্জে প্রাইভেটকার খাদে পড়ে নিহত ২
সিরাজগঞ্জ সংবাদদাতা

সিরাজগঞ্জের হরিণচড়ায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হরিণচড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ফরিদপুর জেলার বোয়ালমারী থানার কলেন সরদিয়া গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে এমারুত হোসেন (৪২) ও প্রাইভেটকারের চালক রুবেল। রুবেলের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে হাটিকুমরুল- বনপাড়া মহাসড়কের হরিনচড়া এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই প্রাইভেটকারের যাত্রী এমারুত হোসেন নিহত হন। গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকারের চালক রুবেলকে (৪৫) স্থানীয় হাসপাতালে নেওয়ার পর মারা যান।
নিউজবাংলাদেশ.কম/এমএস