artk
বুধবার, জুলাই ২৪, ২০১৯ ১:৫৪   |  ৯,শ্রাবণ ১৪২৬
বৃহস্পতিবার, জুন ৬, ২০১৯ ১০:১৬

বাংলাদেশের এত দর্শক দেখে অবাক টেইলর

স্পোর্টস ডেস্ক
media
প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচটি জমিয়ে তোলার কৃতিত্ব বাংলাদেশকেই দিলেন টেইলর। তার মতে, দর্শক সমর্থন ছিল বাংলাদেশের বড় শক্তি।

নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচে দেশের বাইরে বাংলাদেশের এত বিপুলসংখ্যক দর্শক দেখে বিস্ময় প্রকাশ করেছেন রস টেইলর।  নিরপেক্ষ ভেন্যুতে এমন দর্শক সমর্থন দেখে বিস্মিত ও মুগ্ধতার বিষয়টিও আড়াল করেননি। যদিও তিনি এবার নিউ জিল্যান্ডের জয়ের নায়ক বনে গিয়েছেন। শেষ পর্যন্ত প্রতিক্রিয়ায় বলেই ফেলেছেন, মনে হচ্ছে যেন ঢাকা কিংবা চট্টগ্রামে খেলছিলাম।

প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচটি জমিয়ে তোলার কৃতিত্ব বাংলাদেশকেই দিলেন টেইলর। তার মতে, দর্শক সমর্থন ছিল বাংলাদেশের বড় শক্তি।

টেইলর বলেন, ‘ম্যাচটি আরও আগে জিততে পারলে অবশ্যই ভালো লাগত আমাদের। তবে বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। তারা একদমই হাল ছাড়েনি। শেষ পর্যন্ত লড়ে গেছে। আর দর্শক যেভাবে ভূমিকা রেখেছে, যখন আমরা মাঠে ছিলাম, কখনও কখনও মনে হচ্ছিল যেন ঢাকা বা চট্টগ্রামে আছি। এই অভিজ্ঞতা ছিল দারুণ। আর এরকম উত্তেজনাপূর্ণ ম্যাচ টুর্নামেন্টের জন্যই ভালো।’

টেইলরের ৮২ রানের ইনিংস তার দলজে জেতাতে বড় ভূমিকা রাখে। কেন উইলিয়ামসনের সঙ্গে তার জুটির সময় এক পর্যায়ে মনে হচ্ছিল, অনায়াসেই জিতে যাবে কিউইরা। পরে বাংলাদেশ ঘুরে দাঁড়ায় দারুণভাবে। উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত কিউইরা জিতেছে ২ উইকেটে।

তিনি বলেন,প্রথম ম্যাচে আমরা সহজেই জিতেছিলাম, আজকে চাপে পড়তে হয়েছে। আমার মনে হয়, আমরা দারুণ বোলিং করে লক্ষ্যের মধ্যে ওদের আটকে রাখতে পেরেছিলাম। রান তাড়ায় আমরা জানতাম যে ৫০ ওভার ব্যাট করলেই জয়ের সম্ভাবনা বাড়বে।’

‘গুজব ছড়ানোর’ দায়ে ১০ নিউজ পোর্টাল বন্ধ বিশুদ্ধ পানি চাই: হাইকোর্ট যাত্রা শুরু করলো ‘ছারপোকা ব্লাড ব্যাংক’ অ্যাপ ঢাকা থেকে ডেঙ্গু নিয়ে বাড়ি যাচ্ছে রোগীরা রাজধানীতে অটোরিকশাকে বাসের ধাক্কা, ২ যুবক নিহত মামলার ১২ দিনেও আটক হয়নি কোনো আসামি টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত তিল-আচিল তুলে ফেলা সম্ভব ক্রায়োসার্জারিতে বরিস জনসন: ব্রেক্সিট চুক্তি না হলে কী ঘটতে পারে? ঘুম কম হলে বাড়বে ভুলের পরিমাণ! নকল বউ নাবিলাকে নিয়ে ঈদে আসছেন মিশু পশ্চিমবঙ্গে সাংবাদিক ছাঁটাই বন্ধে আইন চালুর প্রস্তাব মমতার নাটোরে স্কুলশিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা রাজধানীর দুই স্থানে বোমা উদ্ধার কাশিয়ানীতে অবৈধভাবে চলছে এমা ক্লিনিক বান্দরবানে ইউনিয়ন আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যা শানুর সঙ্গে দ্বৈত গাইবেন পড়শী কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত সদস্যদের অভিনন্দন চট্টগ্রামে বস্তিতে আগুন, পুড়ে মা-মেয়ের মৃত্যু বাড্ডায় পিটিয়ে হত্যা: প্রধান আসামি হৃদয় সন্দেহে আল আমিন আটক মগবাজারে দুই সাংবাদিক অগ্নিদগ্ধ বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর-আলিয়া! ভরিতে ১ হাজার ১৬৭ টাকা বাড়লো সোনার দাম বিচারবহির্ভূত হত্যার পরিমাণ কমেছে: আইনমন্ত্রী ডাকসুর টাকায় তালা কেনায় সমর্থন দেয়ায় ভিপি নূরকে অবাঞ্ছিত ঘোষণা কুমিল্লায় পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু বিনা দাওয়াতে বিয়ে বাড়িতে ঢুকে পড়লেন ট্রাম্প! বেসরকারি হজ এজেন্সিকে জরুরি চিঠি ধর্ম মন্ত্রণালয়ের বাজারে আসছে কাওয়াসাকির নতুন দুই বাইক ২০ দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দাম