বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে পরাজিত হলেও আশাহত হচ্ছেন না বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
এবারের বিশ্বকাপে সাড়ে ৩০০ রান না করলে জেতা যাবে না ম্যাচ। কিন্তু মাত্র ২৪৪ রান করেও ম্যাচ জমিয়ে তোলা যায় সেটিই করে দেখিয়েছে বাংলাদেশ। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ভালো শুরুর পরেও ২৪৪ রানের বেশি স্কোর বোর্ডে জমা হয়নি। যা ডিফেন্ড করতে নেমে বোলারদের প্রাণপণ চেষ্টার পরেও ফল নিজেদের পক্ষে রাখতে পারেনি টাইগাররা।
আর মাত্র ২০টি রান হলেও হয়তো ম্যাচের পাল্লা ঝুঁকে থাকতো টাইগারদের দিকে। ম্যাচ শেষে যা জানিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নিজেই। ব্যাটসম্যানরা উইকেটে সেট হয়েও বড় রান করতে না পারাকেই দায়ী করেছেন মাশরাফি।
ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফি বলেন, ‘আজকের উইকেটটা ভালো ছিল। তবে আমরা ২০-৩০ রান কম করেছিলাম। আউটফিল্ডটা স্লো ছিল। আমি মনে করি আমরা অনেক বেশি উইকেট হারিয়েছি, বিশেষ করে ব্যাটসম্যানরা সেট হয়ে সাজঘরে ফিরে যাচ্ছিল।’
এ সময় ৯১ বলে ৮২ রান করে ম্যাচসেরার পুরস্কার জেতা টেলরকেও তার প্রাপ্য কৃতিত্ব দেন টাইগার অধিনায়ক মাশরাফি। তিনি বলেন, ‘হ্যাঁ কৃতিত্ব অবশ্যই টেলরের। সে সেট ব্যাটসম্যান ছিল। শেষের দিকে আমরাও জানতাম যে উইকেট নিতে হবে। তবে কৃতিত্ব অবশ্যই তাদের, চাপের মুখে ম্যাচ বের করে নিয়েছে।’
খুব কাছে গিয়ে ম্যাচ হারলেও আশাহত হচ্ছেন না মাশরাফি। বরং জানিয়েছেন পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াবে তার দল, ‘আমাদের এখনো ৭ ম্যাচ বাকি রয়েছে। আমাদের একটি একটি করে ম্যাচ ধরে ভাবতে হবে। আশা করি আমরা পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে পারব।’
আগামী ৮ জুন তৃতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে মাশরাফিরা পাচ্ছেন স্বাগতিক ইংল্যান্ডকে। পরাজয়ের গ্লানিকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়াকে ব্রত হিসেবে দেখেছেন বাংলাদেশ অধিনায়ক মাফরাফি।