নাতির হাতে দাদী খুন
খুলনা: খুলনা নগরীর খালিশপুরের রেল বস্তিতে নাতির লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে ৯০ বছরের বৃদ্ধা দাদী মরিয়ম বিবি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ নাতি মামুনকে (৩৫) আটক করেছে।
পুলিশ জানায়, সোমবার দুপুরের দিকে মামুন তার দাদীকে এলোপাতাড়ি লাঠির আঘাত ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। মামুন মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। গত দুদিনে সে ওই এলাকায় বেশ কয়েকজনকে মারপিট করে এবং কামড়ে আহত করে। এরপর তার স্বজনেরা মামুনকে ঘরে আটকে রাখে। সোমবার সে ঘর থেকে বের হয়।
মামুন ওই এলাকার মোতালেবের ছেলে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আনোয়ার হোসেন জানান, মামুন মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। তাকে আটক করে থানায় আনা হয়েছে। থানায় আনার পরও সে স্বাভাবিক আচরন করছে। দ্রুত তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। লাশের ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম