News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৭, ৩ জুন ২০১৯
আপডেট: ০১:৪৪, ১৬ ফেব্রুয়ারি ২০২০

মিলার বিরুদ্ধে প্রাক্তন স্বামীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ

বিনোদন ডেস্ক

মিলার বিরুদ্ধে প্রাক্তন স্বামীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ

রাজধানী উত্তরায় পাইলট পারভেজ সানজারিকে (৩২) লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তিনি সংগীতশিল্পী মিলার প্রাক্তন স্বামী।

রোববার রাত ৯টার দিকে ৩ নম্বর সেক্টরের ৭/বি রোডে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

দগ্ধ অবস্থায় পারভেজকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, ‌পারভেজের দুই হাত, দুই পা ও পেটে অ্যাসিড লেগেছে। তিনি বর্তমানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

ঢামেকে পারভেজ ও তার ভাই এসআর রহমান সাংবাদিকদের জানান, মিলার সহকারী জন পিটার হালদার কিম তাকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করেছেন। এতে প্রাক্তন স্ত্রী মিলার নির্দেশ বা যোগসাজশ থাকতে পারে বলে তাদের অভিযোগ।

ঘটনার বর্ণনা দিয়ে পারভেজ বলেন, ‌৩ নম্বর সেক্টরে তার ৩১ নম্বর বাড়ির সামনে মোটরসাইকেল দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের গতিরোধ করে তাকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করা হয়।

প্রসঙ্গত, গত এক বছর আগে মিলার সঙ্গে পারভেজের বিবাহ বিচ্ছেদ হয়।

নিউজবাংলাদেশ.কম/এমএস

সর্বশেষ

পাঠকপ্রিয়