News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৮, ২৯ মে ২০১৯
আপডেট: ২০:২০, ১৯ জানুয়ারি ২০২০

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে চাচাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ সংবাদদাতা

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে চাচাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধে চাচাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজার বিরুদ্ধে।

মঙ্গলবার রাতে উপজেলার সোহাগী ইউপির বগাপুতা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গোলাপ মিয়া একই এলাকার বাসিন্দা।

এলাকাবাসী জানান, বাড়ির জমি নিয়ে চাচা রহমত আলীর সঙ্গে গোলাপ মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সন্ধ্যার পর চাচা ও চাচাতো ভাইয়েরা গোলাপ মিয়াকে (৩০) কুপিয়ে গুরুতর আহত করে।

স্থানীয় লোকজন গোলাপকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক গোলাপকে মৃত ঘোষণা করেন।

নিউজবাংলাদেশ.কম/এমএস

সর্বশেষ

পাঠকপ্রিয়