News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৮, ২৩ মে ২০১৯
আপডেট: ০২:১৩, ৫ ফেব্রুয়ারি ২০২০

সী পার্লের আইপিও লটারি ড্র অনুষ্ঠিত

সী পার্লের আইপিও লটারি ড্র অনুষ্ঠিত

রয়েল টিউলিপ ফ্রাঞ্চাইজ সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পার প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য লটারি ড্র অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে এ ড্র অনুষ্ঠিত হয়।

নিউজবাংলাদেশের পাঠকদের জন্য লটারির ড্রর ফলাফল তুলে ধরা হলো। লটারির ফলাফল দেখতে নিম্নে ক্লিক করুন-

কোর্ড নম্বর

সাধারণ বিনিয়োগকারী

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী

প্রবাসি বিনিয়োগকারী

জানা যায়, গত ২৩ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৭৬তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়। আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট।

সী পার্ল পুঁজিবাজারে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। এজন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। সংগ্রহ করা অর্থ মধ্যে ১০ কোটি ৬৮ লাখ ২৭ হাজার ৩০০ টাকা দিয়ে হোটেলের ১৫৭টি রুমের আসবাবপত্র ক্রয় ও ফিনিশিংয়ের কাজে ব্যবহার করা হবে। বাকি ২ কোটি ৬৬ লাখ ৬০ হাজার টাকা দিয়ে জমি ক্রয় ও ১ কোটি ৬৫ লাখ ১২ হাজার ৭০০ টাকা দিয়ে আইপিও ব্যয় নির্বাহ করা হবে।

সী পার্লের ২০১৭-১৮ অর্থবছরে ৪ কোটি ৬১ লাখ টাকার নিট আয় হয়েছে। যা শেয়ারপ্রতি আয় হিসাবে হয়েছে দশমিক ৬৭ টাকা। কোম্পানিটিতে ২০১৮ সালের ৩০ জুন নিট শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১০ দশমিক ৪৮ টাকা।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়