এবার বিশ্বকাপের জন্য দোয়া চেয়ে ইংল্যান্ডের পথে মাশরাফি
স্পোর্টস রিপোর্টার

আয়ারল্যান্ডে ঐতিহাসিক ত্রিদেশীয় সিরিজের ট্রফি জয়ের পর চার দিনের ছুটিতে দেশে এসেছিলেন ওয়ানডে অধিনায়খ মাশরাফি বিন মুর্তজা। ছুটি শেষে আজ সকালেই ইংল্যান্ডের উদ্দেশ্য উড়াল দিয়েছেন তিনি। আয়ারল্যান্ড থেকে বিশ্বকাপ স্কোয়াডের ১৩ জন চলে যান ইংল্যান্ডে।
মাশরাফি দেশে ফিরলেও ওপেনার তামিম ইকবাল পরিবারের সঙ্গে সময় কাটাতে গেছেন দুবাইয়ে। ছুটি শেষে দলের সঙ্গে পুনরায় যোগ দিতে আজ (বুধবার) সকাল দশটায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে চড়ে বসেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
আজ ইংল্যান্ডের বিমানে চড়ার আগে টাইগার দলপতি নড়াইল এক্সপ্রেস বলেন, ‘সবাই দোয়া করবেন। চেষ্টা করব ভালো করার। বাংলাদেশ যেন ভালো খেলে।’
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দল। টাইগারদের আত্মবিশ্বাসও তুঙ্গে। এই আত্মবিশ্বাস বিশ্বকাপে কতটা কাজে দেবে এমন প্রশ্নে তিনি বলেন,“ দুইটা আলাদা টুর্নামেন্ট। আশা করি সবার আত্মবিশ্বাস ভালো অবস্থায় আছে। ভালো শুরুটা গুরুত্বপূর্ণ। সেটা পারলে আশা করি ভালো কিছুই হবে।’
ইংল্যান্ডের লেস্টারে আগামীকাল ২৩ মে পর্যন্ত অবস্থান করবে টিম বাংলাদেশ। পরে ২৪ মে থেকে শুরু হবে আইসিসির সাপোর্টিং পিরিয়ড। তখন থেকে অংশগ্রহণকারী দেশগুলোর সকল দায়দায়িত্ব নেবে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। তার আগপর্যন্ত লেস্টারে নিজেদের খরচেই অবস্থান করবে বাংলাদেশ।
এরপর ২৪ মে থেকেই শুরু হবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলো। তবে বাংলাদেশের ম্যাচ দুটি হলো ২৬ ও ২৮ মে, কার্ডিফে। তাই ২৩ মে তেই লেস্টার ছেড়ে কার্ডিফে যাবে বাংলাদেশ।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে