News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৩, ২২ মে ২০১৯
আপডেট: ০৮:১০, ১৩ ফেব্রুয়ারি ২০২০

নারীর স্বাস্থ্য সুরক্ষায় চিত্রনায়িকা ফারিয়া

বিনোদন ডেস্ক

নারীর স্বাস্থ্য সুরক্ষায় চিত্রনায়িকা ফারিয়া

স্বাস্থ্য সুরক্ষায় নারীর কী করণীয়- এবার তারই পরামর্শ দেবেন অভিনেত্রী ও মডেল নুসরাত ফারিয়া। এ উপলক্ষে সম্প্রতি একটি টয়লেট্রিজ পণ্যের শুভেচ্ছাদূত হয়েছেন তিনি। এরই মধ্যে পণ্যের বিপণন প্রতিষ্ঠান এসএমসির সঙ্গে তার চুক্তি সম্পন্ন হয়েছে।

রাজধানী বনানীর এসএমসির কার্যালয়ে সম্প্রতি এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। সেখানে এসএমসির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন। ফারিয়া বলেন, ‘নারীদের পাশে দাঁড়াতে সবসময়ই ভালো লাগে।’

'জয়া'র মাধ্যমে নারীদের স্বাস্থ্যসচেতন করার সুযোগ কিছুটা হলেও হবে। আশা করছি, আমার এই নতুন দায়িত্বের মাধ্যমে নারীদের চলার পথে আলো জ্বালাতে পারব।

শুভেচ্ছাদূত হওয়ার পাশাপাশি ফারিয়া এখন ব্যস্ত শামীম আহমেদ রনির 'শাহেনশাহ' ছবির কাজ নিয়ে।

নিউজবাংলাদেশ.কম/এমএস

সর্বশেষ

পাঠকপ্রিয়