ইভিএমে কারচুপি নিয়ে শঙ্কিত ভারতের সাবেক রাষ্ট্রপতি
বিদেশ ডেস্ক

২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ যথার্থভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের প্রশংসা করার পরের দিন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ইভিএমে কারচুপি নিয়ে শঙ্কা প্রকাশ করলেন।
এক বিবৃতিতে প্রণব বলেছেন, ‘ভোটারদের মত নিয়ে কারচুপি করার ব্যাপারে যেসব অভিযোগ এসেছে তা নিয়ে আমি চিন্তিত। ইভিএমের নিরাপত্তা ও সুরক্ষার দায় নির্বাচন কমিশনের।’
বিরোধীরা যখন নির্বাচন কমিশনের বিজেপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগে মুখর, সে সময়ে প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা বজায় রাখার দায় নির্বাচন কমিশনের ওপর বর্তায় বলে মন্তব্য করেছেন প্রণব।
তিনি বলেন, “আমাদের গণতন্ত্রের ভিত্তি যেখানে সেখানে কোনো রকম জল্পনার অবকাশ থাকতে পারে না। জনাদেশ হলো পবিত্র এবং তার অবস্থান বিন্দুমাত্র সন্দেহের ঊর্ধ্বে। দেশের প্রতিষ্ঠানের প্রতি দৃঢবিশ্বাসী একজন হিসেবে আমার মত হলো, প্রাতিষ্ঠানিক ব্যবস্থা কীভাবে কাজ করবে তা নির্ভর করে ‘কারিগর’দের ওপর।”
নিউজবাংলাদেশ.কম/এএইচকে